ইবোলায় সিয়েরা লিওনের শীর্ষ চিকিৎসকের মৃত্যু
ইবোলায় মারা গেলেন সিয়েরা লিওনের অন্যতম শীর্ষ একজন চিকিৎসক। গত শনিবার তার দেহে ইবোলা ধরা পড়ে। এর পর শুক্রবার তিনি ইবোলা প্রতিরোধী ওষুধ গ্রহণ করেন। এর কিছু সময় পর মারা যান তিনি।
ইবোলায় মারা যাওয়া এই চিকিৎসকের নাম ভিক্টর উইলোগবি। তিনিসহ এ পর্যন্ত ১১ জন চিকিৎসক ইবোলায় মারা গেলেন।
ভিক্টর উইলোগবির মতো একজন বড় মাপের মেডিক্যাল পেশাজীবীকে হারানোয় গভীর শোক প্রকাশ করেছে সিয়েরা লিওন সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, পশ্চিমা আফ্রিকার কয়েকটি দেশে এ পর্যন্ত ইবোলায় মারা গেছে ৭ হাজার ৩০০-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু সিয়েরা লিওনেই মারা গেছে ২ হাজার ৪৭০ জন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ইবোলা সংক্রমণের ঝুঁকিতে থাকে সবচেয়ে বেশি। কারণ ইবোলা রোগীর দেহ থেকে নিঃসৃত তরল থেকে এই রোগের ভাইরাস ছড়ায়।