শীর্ষ সন্ত্রাসীদের জামিনের জন্য আসিফ নজরুল দায়ী: ইনকিলাব মঞ্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি-জামায়াতের শাসনামলে ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী হিসেবে বা টপ টেরর হিসেবে ঘোষিত ছিল ২০০১ সালে, বিএনপি-জামায়াত সরকার যাদের টপ টেরর হিসেবে ঘোষণা করেছিল তেমন অন্তত এক ডজন সন্ত্রাসী গত কয়েকদিনে জামিনে মুক্তি পেয়েছে। অনেকে বিদেশ থেকে ফিরে চাঁদাবাজি শুরু করেছে। হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন, কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চু হেলাল, খন্দকার নাইম আহমেদ ওরফে লিটন, রাজারবাগ এলাকার ২২টি হত্যা মামলার আসামি সুইডেন আসলাম। এরা প্রত্যেকে কীভাবে জামিনে মুক্ত হয়েছে তা আমরা জানতে চাই।

তিনি আরও বলেন, এ দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। এ দায় বাংলাদেশের সবচেয়ে সুশীল, আমাদের আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের। তিনি যদি এটাকে অ্যালাও না করে তাহলে এই সন্ত্রাসীগুলো কীভাবে জামিন পেয়েছে? আমরা জানতে চাই।

শরিফ বলেন, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা সন্ত্রাসীদের কেন জামিন দেওয়া হয় তা আমরা জানতে চাই। আমরা আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি কত কোটি টাকার প্রলোভনে, সামনে নির্বাচনে কোন পদের আশায় এমনটা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাবির আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।

এমএইচএ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।