চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ চারুকলা শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। এসময় ছাত্রাবাসেও তারা অবস্থান করতে পারবেন না। আগামী এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউটের সব ধরনের ক্লাস-পরীক্ষা।

আরও পড়ুন: ২২ দফা দাবিতে চবির চারুকলা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউট। এসময় অনলাইনে ক্লাস নিবেন শিক্ষকরা। পাশাপাশি আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। চারুকলা নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

jagonews24

আরও পড়ুন: পঞ্চম দিনের মতো আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা 

মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে সাতদিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।