শাবিপ্রবিতে রোপণ করা হবে ৫ হাজার ‘আগর গাছ’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার আগর গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের’ আওতায় এসব গাছ রোপণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনসংলগ্ন টিলায় ‘আগর বৃক্ষে প্রদর্শনী প্লট ও পরীক্ষণ স্থাপন’ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু ৩১ আগস্ট
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ ও প্রকল্প পরিচালক ড. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ বলেন, আগর গাছ এখন বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদে পরিণত হচ্ছে। এটি সিলেট অঞ্চলের আদি উদ্ভিদ। এ অঞ্চল আগর গাছ বেড়ে উঠার জন্য উপযুক্ত। তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ রয়েছে। এখানকার শিক্ষার্থীরা প্রায়োগিক গবেষণার মাধ্যমে এ উদ্ভিদের কার্যকরিতা উপলব্ধি করতে পারবে। তাই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার আগর উদ্ভিদ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নাঈম আহমদ শুভ/জেএস/জিকেএস