চবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় মানববন্ধন

সাংবাদিক মোশাররফ শাহকে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস)। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
চবিসাসের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজহারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান, সহ-সভাপতি রুমান হাফিজ, সাধারণ সম্পাদক ইমাম ইমু, সদস্য নাজমুল হুদা ও মো. জিল্লুর রহমান।
আরও পড়ুন: ‘ছাত্রলীগ নিয়ে কোনো নিউজ হবে না’, বলেই সাংবাদিককে মারধর
চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য এবং অরাজকতা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। এর আগেও অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বিচার চেয়েও পাইনি। যা হয়েছিল সেটি বলা যায় গুরু পাপে লঘু দণ্ড। এ ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করতে হবে। পাশাপাশি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের দিকে যাওয়ার সময় প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোশাররফ শাহের ওপর হামলা করে ছাত্রলীগ। মারধরের সময় ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন।
আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস