ছাদ থেকে পড়ে প্রভাষকের মৃত্যু
সাতক্ষীরায় বাড়ির ছাদ থেকে পড়ে তালা মহিলা কলেজের গণিত বিষয়ের প্রভাষক হায়দার আলী শেখের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে পাটকেলঘাটা পেট্রল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোতলা বাড়ির ছাদে উঠে তিনি নারকেল গাছের পাতা কাটছিলেন। হঠাৎ পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার ২০ মিনিট পর স্থানীয়রা দেখতে পায়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, কলেজ প্রভাষকের মৃত্যুতে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের প্রথম জানাযা তালা মহিলা কলেজে প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাযা নিজের বাড়ি তালা উপজেলার পাঁচরোখী গ্রামে অনুষ্ঠিত হবে।
আকরামুল ইসলাম/এসএস/এবিএস