গাছের সঙ্গে বন্ধুত্ব রাখার শপথ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৬ জুন ২০১৬

গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে উল্লেখ করে গাছের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে সাতক্ষীরার পাঁচ শতাধিক শিক্ষার্থী।

সোমবার বেলা ১১টায় সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে তুজলপুর কৃষক ক্লাব আয়োজিত ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ নেন।

এসময় শপথ বাক্য পাঠ করান তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ডালিম গাছের চারা তুলে দেন।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।