লক্ষ্মীপুরে দুই বন্ধু দিশেহারা
বিদেশে গিয়ে নিজের ও পরিবারের সদস্যদের হাজারো স্বপ্ন পূরণের বীজ বুনে ছিল দুই বন্ধু। এজন্য তারা বিদেশে যাওয়ার আশায় জায়গা-জমি ও স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে ১২ লাখ ৪৫ হাজার টাকা দিয়েছিলেন ইকবাল হোসেন ও তোফায়েল আহমেদের কাছে। কে জানতো প্রতারকরা স্বপ্নে গুঁড়োবালি দিবে লক্ষ্মীপুরের মো. পারভেজ ও জাহাঙ্গীর আলমের।
এদিকে, গত দুই বছরেও বিদেশ না যেতে পেরে মো. পারভেজ ও জাহাঙ্গীর আলম চরম দিশেহারা হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রতারণার বিষয়টি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
সম্প্রতি এ বিষয়ে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেয়।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার সুলতান আহম্মদের ছেলে ও পারভেজ সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা। আর প্রতারক ইকবাল হোসেন গাজীপুরের সদর উপজেলার শরীফপুর গ্রামের আলাউদ্দিন বাড়ির মৃত. ইব্রাহিম আজমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারভেজের সঙ্গে প্রতারক ইকবালের পরিচয় হয়। পরে পারভেজ তার (ইকবাল) সঙ্গে বন্ধু জাহাঙ্গীরকে পরিচয় করিয়ে দেয়। জাহাঙ্গীর ও পারভেজকে আইভেরি কোস্ট পাঠানোর জন্য ইকবাল ও তার সহযোগী তোফায়েল আহম্মেদকে তিনবারে ১২ লাখ ৪৫ হাজার টাকা দেয়া হয়। তারা জায়গা-জমি ও স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে এ টাকা দিয়েছেন। কিন্তু তাদের বিদেশ পাঠানো নামে ইকবাল তালবাহানা করে।
প্রতারক চক্রটি সাতবার তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসিয়ে রাখে। ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু অপেক্ষা করার জন্য আশ্বাস দেয়। এরপর বাধ্য হয়েই জাহাঙ্গীর বাদী হয়ে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে ইকবাল ও তোফায়েলের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোক করার নির্দেশ দেয় আদালত।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, প্রতারকের খপ্পরে পড়ে আমার সব শেষ। জমি আর স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা দিয়েছি। এখন আমি মানবেতর জীবন-যাপন করছি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইকবাল জাগো নিউজকে জানান, আমি প্রতারণা করিনি। টাকাগুলো তোফায়েল আহম্মদ নামে এক ব্যক্তির মাধ্যমে নেয়া হয়েছে। এটা তোফায়েলই জানেন।
কাজল কায়েস/এআরএ/আরআইপি