জমি দখল কেন্দ্র করে বিধবাকে মারপিটের অভিযোগ


প্রকাশিত: ০৮:১০ এএম, ১০ জুন ২০১৬

সাতক্ষীরার তালায় জমি দখলকে কেন্দ্র করে এ বিধবা মহিলা মারপিট করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিধবা মহিলা মনোয়ারা বেগমের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও দেয়াল ভাংচুর করে তারা। মনোয়ারা বেগম তালার মাঝিয়াড়া গ্রামের মৃত. হাকিম মোড়লের স্ত্রী।

মনোয়ারা বেগম জানান, ২০০৩ সালে মহসিন শেখের নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করে সে। যার কাগজপত্র রয়েছে। ক্রয়ের পর থেকে জমিতে বাউন্ডারী ওয়াল, টিউবয়েল, ফলজ গাছ রোপন করে ভোগ দখল করে আসছেন তিনি। পরবর্তীতে মাঝিয়াড়া গ্রামের দেবদাস নামের এক অপর এক ব্যক্তি ১০ শতক জমি ক্রয় করেন। বিষয়টি নিয়ে তালা থানায় কয়েক দফা বৈঠকও হয়। ক্রয়কৃত জমিতে দখলে না গিয়ে জোর তার জমি দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া ভাড়ায় লোক এনে তাকে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এবং দেয়াল ভাংচুর করেছে বলেও জানান মনোয়ারা বেগম।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে জমি দখলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মারপিট, ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আকরামুল ইসলাম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।