উল­্লাপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৬ জুন ২০১৬

সিরাজগঞ্জের উল­্লাপাড়ায় মাদকাসক্ত বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই সোহাগের (২১) মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ উল­্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। ঘটনার পরই পুলিশ বড় ভাই শাকিলকে (২৩) আটক করেছে।
 
উল­্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুই ভাই মাদকাসক্ত ছিল। রাতে দুইজন এক ঘরেই শুয়েছিল। রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় শাকিল বটি দা দিয়ে ছোট ভাই সোহাগের গলায় কোপ দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর রাত দুইটার দিকে ছোট ভাই সোহাগ মারা যায়। ঘটনার পরপরই বড় ভাই শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মাসুদ পারভেজ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।