গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী

 

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু 
একসঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর মরদেহ 
গাজীপুরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে যুবকের আত্মহত্যা 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ডালীর গাজীপুর শহরের ওই ফ্ল্যাট বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন। মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক তিনি। ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্তের কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন। প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকার কারণে আক্কাস আলী মানসিকভাবে ও পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে তিনটার মধ্যে যেকোনো সময় কেউ বাসায় না থাকার সুবাদে রুমের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেন তিনি।

স্থানীয় লোকজন সদর থানায় সংবাদ দিলে পলিশ মিরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আমিনুল ইসরাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।