অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৬ জুন ২০১৬

সিরাজগঞ্জের ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, বুধবার রাতে মহাসড়কে টহল দিচ্ছিল ডিবি পুলিশ। গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের বালুকোল গ্রামের মাঠের মধ্যে ৭/৮ জন সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেফতার করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়।

গ্রেফতার ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে।

বাদল ভৌমিক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।