খুলনায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ১২:২৭ এএম, ০৫ অক্টোবর ২০২৫
ডুমুরিয়া হাসপাতাল/ ছবি- সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সেনাউল হক (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৪ অক্টাবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাউল হক রাস্তা পাড় হওয়ার সময় সাতক্ষীরাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেনাউল মারা যান।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ মারা গেছেন 
সুমুদ ফ্লোটিলার ১৩৭ কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল 

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সেনাউল হকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পিকআপ চালক স্বদেশ শীলকে আটক ও ঘাতক পিকআপ জব্দ করেছে পুলিশ।

খুলনা হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন বলেন, সেনাউল হক রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আরিফুর রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।