পারিবারিক দ্বন্দ্বে খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

পারিবারিক দ্বন্দ্বের জেরে খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন তার শ্যালিকার ছেলেরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সবুজ খানের হত্যাকাণ্ডে জড়িত তার শ্যালিকা নাজমা ও নাজমার ছেলেরা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন-
মৌলিক সুবিধাও জোটে না বেদেপল্লির ৩০০ বাসিন্দার ভাগ্যে
৮ দাবিতে সোমবার বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল
মহাসড়কের একপাশ বন্ধ করে বিএনপি নেতার স্মরণসভা

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, হত্যার ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নাজমার অনেকগুলো ছেলে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরিফুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।