পল্লী বিদ্যুৎ কর্মচারীদের শতভাগ পে-স্কেলের দাবি


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৭ জুন ২০১৬

কিশোরগঞ্জে সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা।

সোমবার সকাল ১০টা থেকে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনের সড়কে একঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সবস্তরের কর্মচারীরা। এসময় তারা অবিলম্বে সরকার ঘোষিত একশ ভাগ পে-স্কেল দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন, পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লাইট টেকনিশিয়ান আব্দুল মতিন ও বিলিং সহকারী নুসরাত জাহান।

পরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

নূর মোহাম্মদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।