কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৪০


প্রকাশিত: ০২:১৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তনগর উদয়ন ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশন ও মনু রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মাইজগাঁও রেল স্টেশনে আসার পর যাত্রীরা চালককে জানায় একটি বগির চাকায় কি যেন ঘষছে। চালক ও পরিচালক মিলে ট্রেনের ব্রেকে সমস্যা পাওয়ার পর সিলেট থেকে ইঞ্জিনিয়ার এসে বগিটি সারানোর পর ট্রেন চালুর নির্দেশ দেওয়া হয়। ট্রেনটি টিলাগাঁও স্টেশনের কাছে আসলে বিকট শব্দ করে পড়ে যায়। এ সময় ছয়টি বগি এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে নারীসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি এবং ফায়ার ব্রিগেডের কুলাউড়া ও সিলেটের ইনচার্জ জানান, এই দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।