বাসাইলে ৪ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেলে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। এ সয়ম টাঙ্গাইল ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার বিকেলে বাসাইল পৌর শহরের আমেনা মেডিকেল হল, জননী মেডিকেল হল, মনির মেডিসিন কর্নার ও মা মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে অভিযান চলাকালীন আশপাশের বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ করে মালিকরা পালিয়ে যান।
আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস