দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু
৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ছোট যানবাহনসহ ছোট পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি চলাচল করছে। তবে ভারী যানবাহন ও রো রো বড় ফেরি চলতে দেখা যায় নি।
৫টি ছোট ফেরিতে ওই দুটি ঘাট দিয়ে পারাপার হচ্ছে ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ছোট পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা। তাছাড়া নদী কিছুটা শান্ত হওয়াতে দীর্ঘ ৩৬ ঘণ্টা পর এ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে।
এছাড়া ঘাট সমস্যার কারণে ঢাকা-খুলনা সড়কের দৌলতদিয়া ঘাট টার্মিনাল ও রাস্তার পাশ দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকামুখী কয়েকশ পণ্যবাহি ট্রাক লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
নদী উত্তাল থাকায় বেশির ভাগ যাত্রী ফেরিতে পারাপার হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিক থেকে নদী উত্তাল থাকার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে নদী শান্ত হওয়ায় আজ সকাল ৭টার দিকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। এ রুটে ২৫াট লঞ্চ চলাচল করছে।
পদ্মার ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় আজ আবার ৩ নম্বর ফেরিঘাটি সংস্কার কাজ শুরু হয়েছে। তবে ১ নম্বর ঘাট বন্ধ থাকলেও ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে পারাপার হচ্ছে ওই সব ছোট যানবাহন। ৩ নম্বর ঘাটটি সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে তাদের আশা বিকেলের মধ্যে ৩ নম্বর ঘাটটি সচল করতে সক্ষম হবে।
আটকা পড়া একাধিক ট্রাকের চালকরা জানান, দিনের পর দিন নদী পার হওয়ার আশায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে আছি। কবে পার হবো তা বলতে পারি না। কাছে যত টাকা পয়সা ছিল সব শেষ এখন দেনা করে চলতে হচ্ছে। শুনছি ঘাট কিছুটা ঠিক হয়েছে কিন্তু ছোট গাড়ি পারাপার করছে। আমরা কবে পার হবো জানি না।
বিআইিব্লিউটিএয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, চারটি ঘাটের ২ ও ৪ নম্বর ঘাট চালু রয়েছে। ৩ নম্বর ঘাট সংস্কারে বিআইডবিব্লিউটিএ নিরলসভাবে কাজ করে চলছে। বিকাল ৩টার মধ্যে ৩ নম্বর ঘাটটি চালু করতে সক্ষম হবে। ডাবল র্যাম চালু হলে ঘাটের কোনো সমস্য থাকবে না।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি