রাজবাড়ীতে ধরা পড়লো সাড়ে ১৮ কেজি ওজনের কাতল


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১১ আগস্ট ২০১৬

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে স্থানীয় মৎস্য শিকারির জালে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে এ মাছ ধরা পড়েছে।

জেলা সদরের উরাকান্দা এলাকার দুলাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে পদ্মায় জাল ফেলে মাছটি শিকার করেন। এরপর দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান সম্রাট এবং নুরুর কাছে মাছটি ১৩০০ টাকা কেজি হিসেবে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান সম্রাট জানান, মাছটি একটু লাভে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, বড় মাছ কিনতে হলে তার মোবাইল নম্বর ০১৭১১-০৫০৯৩৯ এ যোগাযোগ করতে হবে।

রুবেলুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।