নাসিরনগরে তাণ্ডব : তিনটি তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দফতর, জেলা প্রশাসন ও জেলা পুলিশ এসব তদন্ত কমিটি গঠন করে।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানানো হয়। ইতোমধ্যেই তদন্ত কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে প্রধান করে পুলিশ সদর দফতর থেকে একটি, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে প্রধান করে জেলা পুলিশ একটি ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামছুল হককে প্রধান করে মোট তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবস ও জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশ গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।