নরসিংদীতে ৯টি পেট্রলবোমাসহ আটক ২


প্রকাশিত: ১০:৩০ এএম, ১১ মার্চ ২০১৫

নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ৯টি পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার মরজাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আশিক হাছান টুটুল (২৫) ও আলমগীর হোসেন (২৪)। দুজনের বাড়িই রায়পুরা উপজেলায়। রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব ১১ সদস্যরা তাদের আটক করেন। পরে বুধবার ভোরে রায়পুরা থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে রায়পুরা থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।