গাইবান্ধায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ মার্চ ২০১৫

গাইবান্ধা জেলা সদরে বাস টার্মিনাল এলাকায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলামের বাড়ী জেলা প্রশাসক কার্যালয় এলাকায়। তিনি শহরের ডিবি রোডে মোটরপার্টসের ব্যবসা করতেন।

জানা গেছে, রবিউল ইসলাম মোটরসাইকেলযোগে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বাসটার্মিনাল এলাকায় পৌঁছা মাত্র পলাশবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রবিউলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ রাজিউর রহমান জাগোনিউজকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।