লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৩০০ কম্বল বিতরণ
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার আজিম শাহ্ মার্কেট, উত্তর তেমুহনী, নিউ মার্কেট এবং আলিয়া মাদরাসা এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে বিনামূল্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর হোসেন মিঠু, শাহেদ মাহমুদ, মনোয়ার হোসেন জাবেদ, সহসাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হীরা, দফতর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন রুবেল, সহ-সম্পাদক টিপু সুলতান শাহেদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহা, করিমুল হক কনক কারী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক মাহমুদ জাহিদ, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদসহ দলীয় নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস বলেন, শীতবস্ত্রের অভাবে অসহায়-দরিদ্র মানুষগুলো চরম কষ্ট পাচ্ছে। মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও ছাত্রলীগ সব ধরনের ভালো কাজের সঙ্গে থাকবে।
এআরএ/পিআর