লক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন এমরান হোসেন জুয়েল (১৬) ও শরীফ উদ্দিন (২৮)। এমরান  তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নলডগি গ্রামের ইব্রাহীম ব্যাপারির ছেলে এবং শরীফ একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফরাশগঞ্জ গ্রামের রাস্তায় দুই দিক থেকে দ্রুতগামী দুইটি মোটর সাইকেল আসছিল। এসময় মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী এমরান হোসেন জুয়েল ছিটকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মোটর সাইকেলের চালক শরিফ উদ্দিনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

কাজল কায়েস/এএইচ
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।