মেঘনা নদীতে সবজি বোঝাই নৌকায় ডাকাতি


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২১ মার্চ ২০১৫

নরসিংদীতে সবজি বোঝাই নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে ৫ সবজি বিক্রেতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখরনগর  এলাকায় মেঘনা নদীতে। আহতরা হলেন সোনাহর মিয়া (৪০), সুধন সিকদার (৪৫), শহিদ মিয়া (৪৮), লালচাঁন (৩৫), রবি উল্লাহ(৪৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার নিলক্ষা থেকে উস্তা (করল্লা) কিনে কয়েকজন পাইকারী সবজি বিক্রেতা শনিবার সন্ধ্যায় তা নৌকাযোগে নরসিংদী নিয়ে আসছিলেন। সবজি বোঝাই নৌকাটি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখরনগর এলাকায় এসে পৌছলে ডাকাত সর্দার হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি ডাকাত দল নৌকাটির গতিরোধ করে।

ডাকাত দল নৌকায় উঠে সবজি বিক্রেতাদের কাছ থেকে ৮ টি মোবাইল সেট, নগদ ৩০ হাজার টাকা এবং ২০ খাছি উস্তা (যার আনুমানিক মূল্য ৭০হাজার টাকা) লুটে নেয়। এ সময় সবজি ব্যবসায়ীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের সঙ্গে থাকা রামদা ও ছুরি দিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

আহত হয়ে ব্যবসায়ীরা চিৎকার করলে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।