লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ ৬ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। এ নিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে দুইদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ, রায়পুর উপজেলা-পৌর ও কলেজ, চন্দ্রগঞ্জ এবং রামগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল করে। একই দাবিতে বিকেলে পৌর ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুর শহরে ও সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দালাল বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।

অন্যদিকে, শুক্রবার সকালেও জেলার ৫টি উপজেলায় একযোগে মানববন্ধব কর্মসূচি পালন করার কথা রয়েছে।

উলে­খ্য, বুধবার লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশরাফুল আলম হত্যাচেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতাসহ দলের ১০ নেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এর মধ্যে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাসকে ৫ বছর এক মাস, কেএম বাপ্পি কবির (পালসার বাপ্পি) ও যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পিকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়।

পাশাপাশি ছাত্রলীগ নেতা জুয়েল, সজিব ও মিরাজকে এক বছর এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। ওই সময় চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ চার নেতার এক মাস করে কারাদণ্ড হলে তারা তাৎক্ষণিকভাবে আপিলের মাধ্যমে একই আদালত থেকে জামিনে মুক্ত হয়।

কাজল কায়েস/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।