পাহাড়াদারকে বেঁধে চার দোকান ডাকাতি


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৪ মার্চ ২০১৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনাতলা বাজারে পাহাড়াদার কুদ্দুস আলমসহ দোকান মালিক আবু তাহের ও মনমোহনকে বেঁধে রেখে চার দোকানে ডাকাতি করেছে ডাকাত দল।

এতে প্রায় সাড়ে নয় লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা ডাকাতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।

সোমবার রাত ২টার দিকে উপজেলার সোনাতলা বাজারে লিপি জুয়েলার্স, তন্নি বস্ত্র বিতান, শাওন ইলেকট্রনিক্স ও রিতু টেলিকম ডাকাতির কবলে পড়েন।

পাহাড়াদার কুদ্দুস আলম জানান, হঠাৎ করে ১০/১২ জনের একটি ডাকাত দল তাকে আক্রমণ করে বেঁধে রাখে। তিনি চিৎকার করলে ডাকাতরা তাকে ছুরি দিয়ে আঘাত করে।

লিপি জুয়েলার্সের মালিক শ্রী মিন্টু চন্দ্র দাস জানান, আমার বাবা রাতে দোকানে ছিলেন। ডাকাত দল দোকানের ভেতর প্রবেশ করে আমার বাবা শ্রী মনমোহকে বেঁধে রেখে ১১ ভরি স্বর্ণ, ৪০ ভরি রুপা ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়।
    
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ডাকাতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, এসব দোকানের মালামালসহ চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।