নরসিংদীতে একজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৪ মার্চ ২০১৫

নরসিংদীতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজের চার দিন পর আলী হোসেন (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রায়পুরা উপজেলার মির্জাচরের শান্তিপুর গ্রামের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত ২১ মার্চ আলী হোসেন পার্শ্ববতী নবীনগর উপজেলার সাহেবনগর থেকে একটি জেলে নৌকায় নিজ গ্রাম শান্তিপুরে আসতেছিল। এসময় মাঝ নদীতে তার মৃগীরোগ দেখা দেয়। এতে সে পানিতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছল না। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার ঘটনার সত্যতা নিশ্চত করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।