পৌর কর্মচারীর চাকুরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৮ মার্চ ২০১৫

পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবীতে গাইবান্ধা সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে স্মারকলিপি প্রদান করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন।

শনিবার দুপুরে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে হুইপ’এর থানাপাড়াস্থ বাসভবনে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সাংসদ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যাতে সঠিকভাবে পৌর নাগরিকগণ সেবা পান। তিনি পৌর কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়টি মহান জাতীয় সংসদে উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপি প্রদানের সময় অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টু, সহ-সম্পাদক মাহাবুবুর রহমানসহ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।