পটকা মাছ খেয়ে হাসপাতালে তিন জেলে


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীর কলাপাড়ায় পটকা মাছ খেয়ে অসুস্থ তিন জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন প্রভাষ মণ্ডল (৩৬), রাম দাস সকার (৫১) ও প্রকাশ মণ্ডল (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার শউলা ইউনিয়নের মারিয়ালা গ্রামে।

অসুস্থ রাম দাস সরকারের নিকটাত্মীয় জানান, কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন নদ-নদীতে টাইগার চিংড়িসহ বিভিন্ন প্রকার মাছ শিকার করছেন তারা। কিন্তু সোমবার দুপুরে রাম দাস সরকার কয়েকটি পটকা মাছ শিকার করে। পরে রান্না করে খাওয়ার পর বেলা ২টার দিকে তিনজন মাথাব্যথা ও বমি অনুভব করেন। এরপর পুরো শরীরে ব্যথা ও বমি বৃদ্ধি পাওয়ায় তারা দুর্বল হয়ে পড়েন।

এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জেএইচ খান লেলিন জানান, তিন জেলে অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। জেলেদের অবস্থা বুঝে দ্রুত চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।