হাবিপ্রবির সংঘর্ষে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে ২ কর্মদিবসের মধ্যে হাবিপ্রবি কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে ।
শুক্রবার ভিসির বাসভবনের সেমিনার কক্ষে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাবিপ্রবি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হাবিপ্রবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আনিস খানকে আহ্ববায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, তদন্ত কমিটির সদস্য সচিব ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. শাহাদত হোসেন খান, সদস্যরা হলেন পোষ্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায় ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
এমজেড/পিআর