রাজবাড়ীতে নারী ডাকাত গ্রেফতার
রাজবাড়ীর পাংশায় ১টি শুটার গান, ৪ রাউন্ড গুলি ও ৩টি ধারালো অস্ত্রসহ ফরিদা বেগম (৩৪) নামের এক নারী ডাকাতকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পাংশা উপজেলার মৌরাক ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই ডাকাত মৌরাক ইউনিয়নের মো. শরীফুল ইসলামের স্ত্রী। বর্তমানে তাকে থানায় আটক রাখা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো.ইকবাল হায়াত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এমজেড/এমএস