সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পূর্ণিমাগাঁতী স্বাস্থ্য কমপ্লেক্স ও সাখাওয়াত মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ব্রহ্মকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উল্লাপাড়ার শাহ আলম (২৮), বালশাবাড়ী গ্রামের শরীফুল ইসলাম (২৫), তালগাছির দিপালী রানী (৩২), অরুণ সুত্রধর। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের (এএসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা যাচ্ছিল। খানাখন্দের কারণে বাসটি উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের ব্রহ্মকপালিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে বলেও জানান এএসআই মনিরুল ইসলাম।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস