উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা : ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২০ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে তাড়াশ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরহাদ আলী উপজেলা সদরের বাসিন্দা ও স্থানীয় সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের ঘনিষ্ঠজন।

এদিকে ফরহাদ আলী বিদ্যুৎকে গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থিত নেতাকর্মীরা তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান ও মামলার বাদী বাবুল সেখের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তার একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা মামলায় আদালত থেকে ফরহাদ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ অক্টোবর রোববার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় সংসদ আমজাদ হোসেন মিলনের বিরুদ্ধে ২/১জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বক্তব্য দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে সংসদ সদস্য সভা ত্যাগ করেন।

এরপর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক নিজ কার্যালয়ে গিয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে তাকে জখম করা হয়। এ ঘটনায় পরদিন সোমবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এ মামলায় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলনকে হুকুমদাতা ও ইন্ধনদাতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে। তাছাড়া তার দুই ছেলে জর্জিয়াস মিলন রুবেল ও জাকির হোসেন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলীসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।