উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২০ অক্টোবর ২০১৭

স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ক্ষমতায় থেকে আওয়ামীলীগ বিএনপির মতো হাওয়া ভবন সৃষ্টি করেনি, নৈরাজ্য ও জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি। আগামী নির্বাচনেও শান্তির পক্ষে রায় দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত হাসপাতাল চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে, যাতে একাত্তরের ঘাতকেরা এবং জঙ্গিবাদের মদদদাতারা আগামী নির্বাচনে নির্বাচিত হতে না পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন স্বাস্থ্য সেবায় অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা এখন জনগণের দোড়গোড়ায় । পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের প্রশংসা সারা দুনিয়ায়। কিন্তু গ্রামের জনগণকে সেবা দিতে হবে। চিকিৎসা সেবায় কোনো গাফিলতি সহ্য করা হবে না।

নাসিম বলেন, নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমাানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসি’র পরিচালক ডা. আবুল হাসেম খান, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নির্মিত বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ফলক উন্মোচন করেন। পরে তিনি বাগবাটি ইউনিয়নের বেজগাতিতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।