অবশেষে রাস্তা হচ্ছে ২২ লাখ টাকার সেতুর দু’পাশে
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের সাথে পাশের সাইটালিয়া বিদ্যারভিটা গ্রামসহ একাধিক গ্রামকে সংযুক্ত করণের লক্ষে খাসিডুব নামের একটি খালের উপর প্রায় দুই বছর আগে জনদুর্ভোগ লাগবে একটি ব্রিজ নির্মাণ করেছিল বর্তমান সরকার। কিন্তু ব্রিজের দু’পাশে কোনো সংযোগ সড়ক (এপ্রোচ রোড) না থাকায় ভোগান্তিতে পড়েছিল কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার জনসাধারণ।
এ নিয়ে গত ০৩ মে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে 'দু’পাশে রাস্তা নেই ২২লাখ টাকার সেতুর' শিরোনামে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় মমতাজ উদ্দিন মাস্টার জানান, জনদুর্ভোগ লাগবে এখানে একটি ব্রিজ হলেও সংযোগ সড়কের অভাবে ব্রিজটি ব্যবহার করা যাচ্ছিল না। তবে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

এক সময় খালের ওই অংশে বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেছিলেন তালতলী পূর্বপাড়া গ্রামের ষাটোর্ধ্ব কসিম উদ্দিন। তিনি জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এক সময় সাঁকো নির্মাণ করেছিলাম। এখন সরকারই আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে ব্রিজ তৈরি করে দিয়েছেন। তবে, সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি পুরোপুরি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পারেনি। তবে এখন ব্রিজটির দু'পাশে সংযোগ সড়ক তৈরি হওয়ায় এলাকাবাসী দুর্ভোগ কমে গিয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতদিন সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না। এখন সংযোগ সড়ক নির্মাণ হওয়ায় ব্রিজটি জনদুর্ভোগ কমাবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সহজ হবে।

গত ৮ মে থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় সংযোগ সড়কবিহীন ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য কাজ শুরু হয়। যার সুফল আগামী কিছুদিনের মধ্যে স্থানীয় জনগণ ভোগ করবে বলে জানান শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএফএম মুহিদুল ইসলাম জানান।
তিনি জানান, এলাকার লোকজনের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে খাসিডুবের খালের উপর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হয়। সংযোগ সড়ক না থাকায় খালের উপর নির্মিত ব্রিজটির সুফল সাধারণ জনগণ ভোগ করতে পারছিলেন না। এখন ব্রিজটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের ফলে সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব হবে।
এমএএস/এমএস