চিকিৎসা নিতে থাইল্যান্ড গেলেন মেয়র মান্নান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৯ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংকক যান।

মেয়রের সহকারী একান্ত সচিব এসএম ওয়াসিম জানান, তিনিসহ মেয়রের সঙ্গে থাইল্যান্ড যাচ্ছেন তার স্ত্রী ও ভাগ্নে মো. ওমর ফারুক। এছাড়া লন্ডনে অবস্থানরত মেয়রের ছেলে এম মঞ্জুরুল করিম রনি থাইল্যান্ডে এসে তার বাবার সঙ্গে দেখা করবেন।

ওয়াসিম আরও জানান, মেয়র মান্নান বেশ কয়েকমাস যাবৎ শারীরিকভাবে খুব অসুস্থ। ২০১৪ সাল থেকে তিনি ৩০টি রাজনৈতিক মামলায় প্রায় দুই বছর কারাভোগ করেন। কারাগারে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তিনি মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।