দেয়াল চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২১ পিএম, ৩০ মে ২০১৮

গাজীপুরে দেয়াল চাপায় দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর নালিতাবাড়ি এলাকার মোর্শেদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার হাসমতের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। আহতরা হলেন শফিকুল ও নাজমুল।

জয়দেবপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন জানান, দুপুরে নগরীর সাইনবোর্ড এলাকার হাসমত আলী মৃধার নির্মাণাধীন দুতলা বাড়ির বাউন্ডারী দেয়ালের পাশে মাঠি ফেলছিলেন মাটি শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ওই বাড়ির দেয়ালটি চার শ্রমিকের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হতাহতদের উদ্ধার করেন। দেয়াল চাপায় ঘটনাস্থলেই জুয়েল ও জাহাঙ্গীর আলম মারা যায়। আর গুরুতর আহত শফিকুল ও নাজমুলকে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো.আমিনুল ইসলাম/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।