শ্রীপুরে লবলং খাল বাঁচানোর দাবি এলাকাবাসীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ৩০ মে ২০১৮

গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী লবলং খালটি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে গ্রামবাসী জানায়, দখলে ও দূষণে খালটি এখন মৃত প্রায়। ৮৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি ময়মনসিংহের ভালুকা উপজেলার খিরু নদীর সংযোগস্থল থেকে উৎপত্তি হয়ে গাজীপুরের তুরাগ নদীতে গিয়ে মিলেছে। এ খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। একসময় খালটির দৈর্ঘ্য ছিল কোথাও ৩৫ ফুট আবার কোথাও ৪০ ফুট। কিন্তু নানান সময় বিভিন্ন শিল্প কারখানার মালিক কারখানার নির্মাণ করার সময় ও স্থানীয় কৃষক খালের জায়গা দখল করে নিয়েছে। পরিবর্তন এনেছে গতিপথেরও। দখলে দূষণে কোথাও কোথাও খালটি আবিষ্কারে কঠিন হয়ে পড়ছে। ফলে খালটি এখন মৃত প্রায়। আর এ খালটিকে উদ্ধার করে লবলং খালের সীমানা নির্ধারণ দখলকৃত অংশ পুনরুদ্ধার, খালের পানিতে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণ বন্ধ, জলজ প্রাণির ক্ষতি সাধন ও কৃষি কাজে বিঘ্ন সৃষ্টিকারীদের প্রতিরোধ ও নিমূলের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনের উপস্থিত ছিলেন- শেখ রিয়াজ উদ্দিন, লিয়াকত আলী সরকার, আব্দুল ওয়াহাব কমান্ডার, গাজীপুর জেলার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, মেহেদী হাসান শওকত, রবিন আহমেদ, শেখ সাইফুল্লাহ্, তোফায়েল সরকার, সাব্বির হোসেন, মোস্তাফা কামাল, আল আমিন, দূরন্ত, মাহবুব হোসেন প্রমুখ।

শিহাব খান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।