২ লাখ সুবিধা বঞ্চিত মানুষকে দেয়া হবে ভ্যাসলিন
সুবিধা বঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় এবারও সহযোগিতার হাত বাড়িয়েছে স্বনামধন্য ব্র্যান্ড ভ্যাসলিন। ত্বকের শুষ্কতা, ঠোঁট ফাটা, পা ফাটার মতো ছোট-খাটো সমস্যাই সুবিধা বঞ্চিত এলাকার মানুষের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ, এ ভাবনা থেকে ভ্যাসলিন ২০১৬ সাল থেকে পরিচালনা করছে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’।
সুবিধা বঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত এই প্রজেক্টের অংশ হিসেবে আজ গত বৃহস্পতিবার বগুড়ায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের মাঝে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয় এবং তাদের ত্বক সংক্রান্ত সমস্যা সমাধানে হেল্থ ক্যাম্প গঠন করা হয়।
ইউনিলিভার-এর এই কার্যক্রমের এনজিও পার্টনার টিএমএসএস-এর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রজেক্টের শুভেচ্ছা দূত অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।
এ সময় তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে এদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই প্রতিনিয়ত তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করি। ভ্যাসলিনের মহৎ এ উদ্যোগ আমাকে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। ত্বকের ছোট-খাটো সমস্যা যেন বড় আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে সচেতনতা তৈরি করাই এ প্রজেক্টের উদ্দেশ্য।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর মাধ্যমে গত দু’বছরের মতো এবারও উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের ত্বকের সুস্থতার জন্য ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৬ সালে ৫০ হাজার এবং ২০১৭ সালে এক লাখ ৮০ হাজার ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছে। এবার প্রায় ২ লাখ মানুষের কাছে ভ্যাসলিন পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে তারা। বাংলাদেশের একমাত্র ১০০% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন-এর সাধারণ একটি জার সুবিধা বঞ্চিত মানুষের জন্য হয়ে উঠবে অসাধারণ কিছু- এই আশায় কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে টিএমএসএস পক্ষ থেকে জানানো হয়, শীত প্রবণ উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের দুর্ভোগ স্বাভাবিকভাবেই বেশি। তারা অন্ন, বস্ত্র নিয়ে চিন্তা করলেও ত্বকের সমস্যা নিয়ে কখনও ভাবার সুযোগ পায় না। ফলে তাদের ত্বকের ছোট-খাটো সমস্যা অনেক সময় বড় রোগে পরিণত হয়। এসব বিষয়ে সচেতন করতে ইউনিলিভার-এর নেয়া উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।
’ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ এ সর্বসাধারণকে যুক্ত হওয়ার সুযোগ দিতে ভ্যাসলিন রাজধানীর বসুন্ধরা সিটি, ইউনিমার্ট এবং যমুনা ফিউচার পার্কে কিওস্ক স্থাপন করেছে। এসব কিওস্কে ডোনেট করা ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি টিএমএসএস-এর মাধ্যমে পৌঁছে যাবে সুবিধাবঞ্চিতদের কাছে।-প্রেস বিজ্ঞপ্তি
এমএএস/জেআইএম