একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা দু’জনেই বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ এর কাছে দাখিল করেন।

এবার বিএনপি থেকে সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা ও তার স্ত্রী মাসুদা মোমিন বিএনপির মনোনয়ন পেয়েছেন। আব্দুল মোমিন তালুকদার খোকার পক্ষে তার মেয়ে নাসিমা ও মাসুদা মোমিন নিজেই তার মনোনয়ন দাখিল করেন।

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত হওয়ায় সাবেক এমপি খোকা ভোট না করতে পারলে তার স্ত্রী ওই আসনে ভোটে অংশ নেবেন ধানের শীষ প্রতীক নিয়ে। এ কারণেই বিএনপি থেকে তাদের দু’জনকেই মনোনয়ন দেয়া হয়েছে।

লিমন বাসার/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।