সৈকতে অবৈধ স্থাপনা, টি. কে. গ্রুপকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মেরিন ড্রাইভের পেঁচার দ্বীপের পর এবার ইনানীর ইসিভুক্ত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম ও কক্সবাজার এনফোর্সমেন্ট টিম।

পরিবেশ অধিদফতর কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক সাইফুল আশরাব জানান, উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন ইসি এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যাতীত একতলা স্থাপনা এবং দেয়াল নির্মাণ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের কর্পোরেট প্রতিষ্ঠান টি. কে. গ্রুপ। অভিযোগ পেয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজার জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম যৌথভাবে অভিযান চালায়। অভিযানে টি. কে. গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী একমাসের মধ্যে ইসি এলাকার সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনাও দেয়া হয়েছে। অন্যথায় অবৈধ স্থাপনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১১ জানুয়ারি কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখলকৃত সরকারি ২০ একর খাস জমি পুনরুদ্ধার করে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন এসব জমি উদ্ধারের পাশাপাশি জব্দ করেছে কাঠ, টিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী।

সেইসঙ্গে দখলদারদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর মামলাও করেছে। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।