প্রতিবন্ধীদের জন্য ভালোবাসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

ভালোবাসা দিবসের কথা মনে হলেই প্রেমিকের হাত ধরে প্রেমিকার ঘুরে বেড়ানোর দৃশ্য চোখের সামনে চলে আসে। সারাদিন দুজন-দুজনার হাত ধরে খুনসুটি আর গল্পে মেতে থাকেন প্রেমিক-প্রেমিকারা। অবশ্য ভালোবাসার সেইসব গল্পে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো বরাবরই অনুপস্থিত।

তবে ব্রাহ্মণবাড়িয়ায় এ চিত্র কিছুটা ভিন্ন। ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন ভালোবাসা দিবসে প্রতিবন্ধীদেরকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়ে থাকে।

প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে ভালোবাসার উষ্ণ পরশ ছড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের এ. মালেক কনভেনশন সেন্টারে প্রতিবন্ধী শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আলমগীর হোসেন।

copy

ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, জাগো নিউজের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালোবাসা দিবসে প্রতিবন্ধীদের জন্য এমন আনন্দ আয়োজনই বলে দেয় প্রতিবন্ধীদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কতোটা বদলেছে। প্রতিবন্ধীরা শারীরিকভাবে অক্ষম হলেও তারা দেশের জন্য নানা ক্ষেত্রে অবদান রাখতে পারে। তাদের দিকে ভালোবাসার হাত বাড়ালে তারাও সক্ষম মানুষদের মতো দেশের জন্য সম্মান বয়ে আনবে।

পরে আলোচনা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এর পর প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেতায়তুল আজিজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশনের সভাপতি মনির চৌধুরী ও সাধারণ সম্পাদক যোবায়ের নূরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।