প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না ইমতিয়াজের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৩ মে ২০১৯
ফাইল ছবি

যশোরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ হোসেন সাতমাইল বাজার এলাকার জুলফিকার আলীর ছেলে ও আব্দুল বারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের ভাই ইমরান বলেন, সোমবার সকালে ইমতিয়াজ সাতমাইল বাজার পাশ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।