শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৩৪ এএম, ০৮ জুন ২০১৯

যশোরের শার্শায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিরুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার বিকেলে উপজেলার অগ্রভুলাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিরুল অগ্রভুলাট গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার অগ্রভুলাট বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলামকে আটক করে অগ্রভুলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি মোবাইল ফোন ও ৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, অপর আরেকটি অভিযানে অগ্রভুলাট গ্রামের ঈদগাহ মাঠের কাছ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।

মো. জামাল হোসেন/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।