সাপের কামড়ে বৃদ্ধা, নদীতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের
বগুড়ার ধুনটে সাপের কামড়ে এক বৃদ্ধা ও নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলচাপড়ী গ্রামে সাপের কামড়ে জয়বুন বেওয়া (৬৫) এবং মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে পেঁচিবাড়ী গ্রামের স্কুলছাত্র সোমর মিয়া (১০) মারা যান।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার ভোরে বৃদ্ধা জয়বুন বেওয়া গোয়ালঘর থেকে ছাগল বের করতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
অপরদিকে সকাল ১০টার দিকে পেঁচিবাড়ি গ্রামের বাঙ্গালী নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্র সোমর মিয়ার মৃত্যু হয়। সে ওই গ্রামের লাল চাঁনের ছেলে। স্থানীয় পেঁচিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানান, পেঁচিবাড়ি গ্রামের সিএনজিচালক লাল চাঁন মিয়া শনিবার সকালে ছেলে সোমরকে নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে যান। অসাবধানতাবশত হঠাৎ নদীতে ডুবে যায় সোমর। দুই ঘণ্টা পর জাল টেনে তার মরদেহ উদ্ধারে সক্ষম হন স্থানীয়রা।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন বাঙ্গালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
লিমন বাসার/এমএমজেড/এমএস