কক্সবাজারে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

নিহতদের মধ্যে রিফাত (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা। তবে অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সোমবার ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় ওই দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।