বাবাকে খাবার দিতে গিয়ে প্রাণ হারাল শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোহেল ইসলাম নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নারায়ণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ওই গ্রামের মুদি দোকানি আব্বাস আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কণা জানান, সকালে দোকানে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল সোহেল। এ সময় রাস্তা পারপার হতে গিয়ে দ্রুতগামী থ্রি হুইলার অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।