গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ক্রিকেটারসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় এক ক্রিকেটারসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের ফাস্টবোলার জয় দেবনাথ (১৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটের হিরা দেবনাথের একমাত্র ছেলে। অপরজন হলেন বগুড়ার সোনাতলা উপজেরার গুয়াকোয়া গ্রামের মো. মিঠু মিয়ার ছেলে সজিব হাসান (১৮)। তারা দুজনেই স্থানীয় মোগড়খাল এলাকার আব্দুল মজিদ মডেল স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জয় ও সজীব মোটরসাইকেলে করে যাওয়ার সময় ভোগড়া বাইপাস সড়কের পেয়ারা বাগান নামক স্থানে ঢাকাগামী ডিএইচ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানকে ওভারটেরক করতে গেলে ওই কাভার্ডভ্যানের চাপায় তারা দুজনেই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর জেলা ক্রিকেট দলের কোচ আনোয়ার হোসেন জানান, আগামী ২৭ অক্টোবর গোপালগঞ্জ স্টেডিয়ামে নরসিংদী জেলার সঙ্গে গাজীপুর জেলা দলের খেলা রয়েছে। জয় দেবনাথ সকাল থেকে গাজীপুর রাজবাড়ি মাঠে অনুশীলন করে। দুপুরের দিকে তার বন্ধু সজিবের সঙ্গে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তারা দুজনেই মারা যায়।

বাসন থানার এসআই মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. আক্তার হোসেন ও সহকারী মো. মোশারফ হোসেনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমকেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।