নারায়ণগঞ্জে ভেসে এলো মানুষের কঙ্কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর রামচন্দ্রদী বাজার এলাকা থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রদী বাজারের পাশে নদীর পারে কচুরিপানার সঙ্গে কঙ্কালটি পাওয়া যায়।

গোপালদী ফাঁড়ির ইনচার্জ মো. কুতুবউল আলম বলেন, কঙ্কালটি নদীতে কচুরিপনার সঙ্গে ভেসে আসে। বিষয়টি স্থানীয়দের চোখে পড়ায় তারা পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি পুরুষ নাকি নারীর তা বোঝা মুশকিল। মাথার খুলি, বুকের পাজর মেরুদণ্ড, হাত ও পায়ের সাদা হাড়গোড় রয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকা থেকে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কঙ্কালটি এক দেড় মাস আগের হতে পারে।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।